How to enable Professional mode in Facebook
আসসালামু আলাইকুম। বিডিবইঘরের আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম।
কয়েকদিন ধরে ফেসবুকে খুব আলোচনা চলতেছে Professional mode নিয়ে। এটা কিছু দিন আগে অনেকেই পেয়ে গেছেন। আবার অনেকেই পান নাই।
যারা পেয়ে গেছেন তারা তো পেলেনই আর যারা পান নাই তাদের জন্য আমার আজকের এই পোস্ট।
আজকের এই পোস্টে আপনাকে দেখাবো যাদের প্রফেশনাল মোড অন হয় নি তারা কিভাবে অন করবেন।
অন করার জন্য আপনাদের যা যা করতে হবে,
প্রথমে আপনারা Facebook App টি ওপেন করুন।
এরপর মেনু তে ক্লিক করুন
এরপর Help & Support এ ক্লিক করুন।
এরপর Help center এ যান
এখানে যাওয়ার পর আপনাদের সার্চ করতে হবে এটা লিখে "How do i switch into my profile or page in the new pages Experience?"
এরকম একটা অপশন পাবেন সেটাই ক্লিক করুন।
এরপর স্ক্রিনশট ফলো করুনঃ
এখানে এই #Info টা বসিয়ে সাবমিট দিন
Dear Facebook Team, I want to change my classic profile into professional mode experience but there is no option to change! Please give the option to change classic profile into professional mode experience as soon as possible.
Thanks Facebook team.
বাস অপেক্ষা করতে থাকুন ফেসবুক টিম আপনাকে প্রফেশনাল মোড অপশন দিয়ে দিবে।
ধন্যবাদ...