How to add domain in wapka | Wapka custom Domain problem
ওয়াপকা তে কিভাবে ডোমেইন এড করবো?
এটা প্রায় সকল নতুন ওয়াপকা ইউজার দের প্রশ্ন হয়ে থাকে।
ওয়াপকাতে ডোমেইন এড করা খুবই সহজ। তবে ওয়াপকার সার্ভার টা একটু নরমাল হওয়ায় এড হলেও এক দুই দিন যাবৎ চলতে চায় না।
আজকের এই ট্রিক্স ফলো করলে আপনার ডোমেইন সহজেই কাজ করবে আর ১ ঘন্টার ভেতরই ভালোভাবে কাজ করা শুরু করবে।
তো চলুন দেখে নেই কিভাবে করবো।
প্রথমে আমরা একটা ডোমেইন কিনে নিবো।
সিপেনেল সহ।
Domain কিনতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
এর পর ডোমেইনে দুটি custom dns nameserver সেট করতে হবে ওয়াপকার।
আমি exonhost থেকে ডোমেইন নিয়েছি। তো সেই খানে nameserver এমন হয়ে থাকে।
তাই আমাদের ডোমেইনের সিপেনেলে update nameserver এক্লিক করতে হবে।
এরপর আমাদের ক্লিক করতে হবে এখানে
এখান থেকে এটা custom namerserver সিলেক্ট করতে হবে।
এরপর প্রথম টাতে এইটা বসাতে হবে,
ns1.wapka.org
আর ২য় টায় এটা বসাতে হবে।
ns2.wapka.org
এরপর আপনারা আপনাদের ওয়াপকা ইউজার প্যানেল এ যান।
আর এই Domain manager এ ক্লিক করুন।
তারপর আপনাদের ডোমেইন টা এখানে সাবমিট করে দিন।
বাস কাজ শেষ।
এখন আপনাদের ডোমেইন টি সফল ভাবে যোগ হয়েছে।
এরপরও যদি সমস্যা হয়। তাহলে ক্লাউডফ্লেয়ার দিয়ে করা যাবে। কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন কম টাকায় ক্লাউডফ্লেয়ারে একাউন্ট সেট আপ করে দেওয়া হয়। 🥰